খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে স্বামীর মৃত্যুশোক সইতে না পেরে সাহেলা রহমান রোজা (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোজা ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুর রহমানের মেয়ে এবং বারাকপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত আসনের মহিলা সদস্য সালেহা রহমানের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রোজাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা তার ঘরে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে রোজা নিজের পছন্দে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করেছিলেন। তবে দেড় মাসের আগেএক সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা যান। স্বামীর এই অকাল মৃত্যুতে রোজা মানসিকভাবে ভেঙে পড়েন এবং তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং একবার নিজের হাত কেটে জখম করেছিলেন।
ঘটনার সংবাদ পেয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবার, শ্বশুরবাড়ির লোকজন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন যে স্বামীর মৃত্যুজনিত কারণে মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং সেই প্রেক্ষিতেই এই আত্মহত্যা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং সবার অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। আজ জুম্মার নামাজ শেষে বারাকপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা সম্পন্ন হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন