দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন দিঘলিয়া একাদশ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন দিঘলিয়া একাদশ



দিঘলিয়া প্রতিনিধি:
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করতে খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি মধ্যপাড়া বউবাজার মাঠে গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) এক বিশাল ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে বিল্লাল একাদশকে পরাজিত করে দিঘলিয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সদস্য জনাব শরিফ ইকবাল হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আনোয়ার ফরাজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিঘলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব গাজী জাকির হোসেন বারাকপুর ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক আলম চৌধুরী ২ নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিল্লাল একাদশ ও দিঘলিয়া একাদশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া একাদশ ২-০ ব্যবধানে বিল্লাল একাদশকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসির পরিবর্তে নগদ অর্থ এবং রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মুতাহের খান ও জালাল মোল্লা এবং তত্ত্বাবধানে ছিলেন শেখ নজরুল ইসলাম ও নাছেন ফরাজী।
কনকনে শীত উপেক্ষা করে হাজারো দর্শক এই রোমাঞ্চকর নাইট টুর্নামেন্ট উপভোগ করেন। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই খেলাকে পুনরায় ফিরিয়ে আনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here