খুলনা জেলা প্রতিনিধি// দিঘলিয়ায় রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী গত ৩ বছরে অর্থ শতাধিক সংবাদ প্রকাশ জমি উদ্ধারে ব্যর্থ ভূমি অফিস। সর্ব শেষ গত ২৩ শে সেপ্টেম্বর দৈনিক অনির্বাণ, দৈনিক খুলনার খবর, খুলনার কাগজ সহ একাধিক প্রিন্ট পত্রিকা অনলাইন নিউজ পোর্টালে উক্ত সংবাদ প্রকাশের পরে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) দেবাংশু বিশ্বাস এর whatsapp এ বিষয় টি জানতে চাইলে তিনি বলেন আমরা উক্ত জমি দখলদার তাইজুল বেপারীকে আমাদের পক্ষ থেকে ১০-১৫ দিন সময় দিয়ে নোটিশ করা হয়েছে আমাদের নিয়ম মেনে কাজ করতে হয়। এবিষয়ে একই তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খান মাসুম বিল্লাহ কে অবগত করলে তিনি কোন প্রকার রিপ্লাই দেয়নি। উক্ত জমি রেকর্ডীয় ভিপি জানার পরে সাবেক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: জাকির হোসেন কে সকল তথ্য সহ জানানো হলে তিনি তবে শেষ সার্ভেয়ার প্রধান সহকারী, সহকারী সহ একটি টিম ঘটনাস্তার পরিদর্শন করেন এবং ভিপি জমি দখল করে পাকা বাড়ি নির্মান এর সত্যতা ও পান কিন্তু ঘটনাস্থল পরিদর্শন পর্যন্তই সব আবার নিরবতা পালন করেন। এবিষয়ে উক্ত জাকির হোসেন কে একাধিক বার অবগত করে রেকর্ডীয় ভিপি জমি দখল মুক্ত করার জন্য অনুরোধ করা হলেও কোন লাভ হয়নি। জাকির হোসেন ট্রান্সফার হয়ে যায় অন্যত্র । এক পর্যায়ে নতুন সহকারী কমিশনার ( ভূমি ) দেবাংশু বিশ্বাস যোগ দান করেন যোগদানের পর থেকে তাকে উক্ত জমির বিষয় একাধিক বার অবগত করা হয় , কিন্তু ভূমি অফিসে গিয়ে তথ্য দিয়ে রেকর্ডীয় ভিপি জমি উদ্ধার সম্পর্কে জানতে চাইলে শুধু জানান আমরা ব্যবস্থা গ্রহণ করছি । এভাবে চলে যায় কয়েক মাস পরে আবারও ভূমি অফিসে গিয়ে পাকা বাড়ি উচ্ছেদ ও ভিপি জমি উদ্ধার এর বিষয় জানতে চাইলে উক্ত অফিসের প্রধান সহকারী জাহাঙ্গীর আলম সুমন বলেন সার্ভেয়ার সাহেব জানে সার্ভেয়ার সাহেবের কাছে জানতে চাইলে তিনি জানান স্যার জানেন, এভাবেই একজন একজনের ওপরে চাপিয়ে দেয়। আসলে রেকর্ডীয় ভিপি জমি যদি ও কেউ ডিসি আর এ নিয়ে থাকে তবে উক্ত জমিতে পাকা স্থাপনা সম্পূর্ণ বেআইনি থাকলেও দিঘলিয়ায় বেশির ভাগ জমিতে পাকা স্থাপনা ও ছাদ করা আলিশান বাড়ির সংখ্যা দেখা যায় অনেক বেশি। এভাবেই চলে আসছে দীর্ঘ ৩ বছর যাবৎ প্রভাবশালী মহলের ছএ ছায়ায় রেকর্ডীয় ভিপি জমি পাকা বাড়ি, নেই কোন উচ্ছেদের ব্যবস্থা। যেখানে প্রধান সড়ক এর সাথেই রয়েছে ৪০ শতক এর বেশি জমি, যার দখলদার উক্ত এলাকার বাসিন্দা তাইজুল ব্যাপারী।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

Home
সর্বশেষ
গত ৩ বছরে অর্থ শতাধিক সংবাদ প্রকাশ রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী জমি উদ্ধারে ব্যর্থ ভূমি অফিস
গত ৩ বছরে অর্থ শতাধিক সংবাদ প্রকাশ রেকর্ডীয় ভিপি জমিতে পাকা বাড়ী জমি উদ্ধারে ব্যর্থ ভূমি অফিস
Tags
# সর্বশেষ
Share This
About daily shadhinceta
সর্বশেষ
লেবেলসমূহ:
সর্বশেষ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন--- দৈনিক স্বাধীনচেতা--
অনলাইন সংবাদপত্র হলো একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ যা একক ভাবে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত অথবা কোন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ হিসেবেও প্রকাশিত হতে পারে। সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্রেকিং নিউজ প্রচারের সুবিধা সম্প্রচার সাংবাদিকতার সাথে সংবাদপত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিশ্চিত করে। সংবাদপত্র শিল্পে একটি সংবাদপত্র টিকে থাকার শর্ত হিসেবে এর বিশ্বাসযোগ্যতা, শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং বিজ্ঞাপনদাতাদের সাথে প্রতিষ্ঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়। এছাড়াও মুদ্রণ প্রক্রিয়ার তুলনায় অনলাইন প্রকাশনা সাশ্রয়ী বলে এই আন্দোলন আরো বেগবান হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন