সাতক্ষীরা প্রতিনিধি :
বালাদেশ সরকারের গ্রীন ক্লাইমেট ফান্ড ও ইউএনডিপি এর কারিগরি সহযোগীতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর বাস্তবায়নে জিসিএ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে মোট ৩১ টি ১০ পরিবার ভিত্তিক পানির স্থাপনার কাজ রয়েছে। যার মধ্য আজ ৩১তম স্থপার পরামর্শ ও চুক্তি স্বাক্ষর সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ রায়হানুজ্জামান,স্কুল শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মসজিদের ইমাম মোঃ আনিচুর রহমান।জমিদাতা মোঃ ওদুদ সরদার।পানি গ্রহনকারী ১০ জন নারী জীবিকায়ন দলের সদস্য আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি প্রতিনিধি ওয়াস ইঞ্জিনিয়ার জনাব সাগর সরকার,এনজিও ফোরাম জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, প্রজেক্ট অফিসার মোঃ ওয়ালিদ হোসেন। এসময় জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের নন জুডিশিয়াল স্টাম্প সকলকে পড়ে শোনান এবং স্থাপনার বিভিন্ন শর্ত ও নিয়ম কানুন নিয়ে আলোচনা করেন এবং সকলের মাঝে স্থাপনাটির ড্রয়িং ডিজাইন উপস্থাপন করেন।
ইউএনডিপি ওয়াশ ইঞ্জিনিয়ার বলেন এই পানির স্থাপনাটি আগামী দীর্ঘদিন ব্যবহার উপযোগী ও রক্ষণাবেক্ষণ করার জন্য কমিটির দশজনের মধ্যে একটি ফান্ড গঠন করার পরামর্শ প্রদান করেন।যা থেকে আপনারা দ্রুত সময়ের মধ্যে এটা রক্ষণাবেক্ষণ করতে পারবেন।ইউপি সদস্য বলেন আপনারা মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে পানি নিবেন।একাজটি একটি মহৎ কাজ।আমার ওয়ার্ডে মোট ১০ টি প্লান বসছে।আমি অত্যন্ত খুশি হয়েছি।এনজিও ফোরাম ও ইউএনডিপিকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের উদ্যোগ গ্রহন করার জন্য। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ওয়ার্ড ফ্যাসিলিটেটর খুকুমণি পারভীন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন