আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী থাকলেও এবার দলীয় মনোনয়ন পাননি তিনবারের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মনোনয়ন বঞ্চিত হলেও তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
পরবর্তীতে দলীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার সঙ্গে আরও তিনজন বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা—এ নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত নেতাকর্মীদের মনোবাসনা রক্ষায় অধ্যাপক রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন