মিলিয়ন মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মিলিয়ন মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, 


তিনবারের প্রধানমন্ত্রী ও আপস হিননেত্রী  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে, এতে কয়েক মিলিয়ন, (দশ লাকে এক মিলিয়ন) মুসল্লী অংশ নেন বলে ধারণা করা হচ্ছে, এত বড় জানাজার উদাহরণ দেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা, 


বুধবার, (৩১ ডিসেম্বর) বেলা ৩,টা ৫ মিনিটে, জানাজা অনুষ্ঠিত হয়, জানাজায় ইমামতি করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, 


জানাজার আগে খালেদা জিয়ার একমাত্র ছেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন, তার কাছে কেউ কোন ঋণ পেলে যোগাযোগ করতে বলেন, এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান, 


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড,মোহাম্মদ ইউনুস, উপদেষ্টাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন দেশের প্রতিনিধি সহ সর্বস্তরের লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন, 


রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা জানাজার জন্য নির্ধারিত হলেও লোক সমাগম ছড়িয়ে পড়ে পাশের এলাকায়, ফার্মগেট, বিজয সরণি, আগারগাঁ ও,কাওরান বাজার, বাংলা মোটর, তেজগাঁও পর্যন্ত লোক লোকারণ্য ছিল, বানের স্রোতের মত চারদিক থেকে সাধারণ মানুষ আসতে থাকে, জানাজার দিকে, প্রচন্ড শীত অপেক্ষা করে গতকাল থেকেই ঢাকা মুখে মানুষের ঢল নামে, 


জনশ্রুতি আছে এদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর জানাজায় ও ছিল স্মরণকালের বৃহৎ তবে সব রেকর্ড ছাপিয়ে খালেদা জিয়া স্থান করে নিয়েছেন ইতিহাসের পাতায়, এত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও ভালোবাসায় এর আগে কোন নেতা বিদায় নিতে পারেননি,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here