রাজশাহীতে চলন্ত বাস থেকে যুবককে ফেলে হত্যার মূলহোতা গোদাগাড়ীর ড্রাইভার রুবেল গ্রেফতার। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে চলন্ত বাস থেকে যুবককে ফেলে হত্যার মূলহোতা গোদাগাড়ীর ড্রাইভার রুবেল গ্রেফতার।



​[মোঃ রবিউল ইসলাম মিনাল:
রাজশাহী জেলা প্রতিনিধি],​ |
২৯ ডিসেম্বর ২০২৫
​রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গায় চলন্ত বাস থেকে মো. আলাউদ্দিন (৩৪) নামে এক যুবককে ফেলে দিয়ে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক বাসের ড্রাইভার মো. রুবেল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে র্যাব।
​রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় র্যাব-৫ ও র্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চকপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
​ঘটনার প্রেক্ষাপট
​মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে ভিকটিম আলাউদ্দিন তার বোন ও ভাগ্নেকে নিয়ে গোদাগাড়ী যাওয়ার উদ্দেশ্যে কাশিয়াডাঙ্গার লিলি হলের মোড় থেকে 'রাহুল ডিলাক্স' (চট্টঃ মেট্রো ব-১১-০৭৮০) নামক একটি বাসে ওঠেন। বাসে বসার সিট নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনকে মারধর শুরু করে।
​একপর্যায়ে চালক রুবেলের নির্দেশে হেলপার ও সুপারভাইজার চলন্ত বাস থেকে আলাউদ্দিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পহেলা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
​চাঞ্চল্যকর পরিস্থিতি ও আইনগত ব্যবস্থা
​এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনাটি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতের ভাই দুলাল হোসেন বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।
​র্যাবের বক্তব্য
​র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক চালকের অবস্থান শনাক্ত করে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রুবেল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
​গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here