নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ২২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন শেখ রেজাউল ইসলাম (তালা), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ সাহিদুল ইসলাম (গরুর গাড়ি)। গতকাল মঙ্গলবার বাজার সংলগ্ন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই বাজার সংলগ্ন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে উৎসবের আমেজ তৈরি হয়। স্ব স্ব প্রার্থীর পক্ষে সমর্থকরা শ্লোগানে মুখরিত করে রাখে ভোট কেন্দ্রের আশেপাশের এলাকা। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯
টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকাল সোয়া সোয়া ৪ টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিল এক হাজার ২৬৬ জন। এরমধ্যে এক হাজার ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাজার সংলগ্ন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ভোট কেন্দ্রের ২ টি কক্ষে ২২ টি বুথে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বিকাল সোয়া ৪ টার মধ্যে ভোট
ভেতরে উপস্থিত কেন্দ্রে ভোটারদের ভোটগ্রহণ সম্পন্ন হয় সন্ধ্যা সোয়া ৬ টায়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় ভোট গণনা শুরু হয়। নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেনঃ কার্যকরী সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক ফয়সাল শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন হোসেন মুন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, প্রচার সম্পাদক শেখ সাব্বির, কোষাধ্যক্ষ মীর বাবুল আক্তার, সদস্য মোঃ জামাল হোসেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন