ফুলতলা (খুলনা) প্রতিনিধি- তুহিন খানঃ
ফুলতলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তোহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা আরিফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার, নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমাইয়া ইসলাম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মোল্যা ও তরিকুল ইসলাম টলা, কোষাধ্যক্ষ মোঃ রাসেল শেখ, সদস্য ডাঃ জয়দেব সরকার প্রমুখ। প্রদর্শনীতে খামারীরা তাদের পালনকৃত গরু, ছাগল, হাঁস-মুরগী, পাখি প্রভৃতি নিয়ে অংশগ্রহণ করেন। শেষে খামারীদের বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন