৬ নং বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের ইসলামীর পক্ষে থেকে গতকাল সংবাদ সম্মেলন করেন। বাঘুটিয়া ইউনিয়নের ১১,১০,২০২৫ তারিখে বাঘুটিয়া ইউনিয়ন ৫ নং ওযার্ড বানিপুরে গ্রামের। একটি সালিশ মিটিং কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে। যে অম্ভ প্রচারনা চালনো ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষে থেকে অপরাধ কে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। জামাতের নেতা মাসুদ পারভেজ তিনি বলেন। এই জরুরী সংবাদ সম্মেলন সম্বানীত জাতির বিবেক সাংবাদিক বন্ধু গন এবং সম্মানিত এলাকা বাসী গত শনিবার রাতের ঘটনা কে কেন্দ্র করে মিটিং। এলাকার চিহ্নিত ধর্ষণ শেখ নজরুল ইসলাম কে জামায়াতে ইসলামীর কর্মী বলে। জানান ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈবুর এই ঘটনা টি ঘটেছে স্থান বানিপুর। জামাতের আমি মাসুদ রানা সাংবাদিকদের জানিয়েছে নজরুল ইসলাম জামাত ইসলামের কর্মী অথবা সদস্য না। তিনি আরো বলেন নজরুল ইসলামের আমাদের সংগঠনের কোন নাম নাই একে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু রাজনীতি মহল। মিথ্যা অপচার চালিয়ে যাচ্ছে তাই আমি জেলা প্রশাসকের জিনিসটা আকর্ষণ করছি সুষ্ঠু তদন্ত ভিত্তিতে প্রকাশ ভিকটিমকে আইনের আওতায় আনার জন্য। এবং নজরুলের বিভিন্ন ভিডিও ফুটে ফেসবুকের মাধ্যমে সরিয়ে দেয়ার কারণে এই ব্যক্তিকে আয়নে আওতার আনার জন্য অনুরোধ জানাচ্ছেন এলাকাবাসী।।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Home
রাজনীতি
যশোর অভয়নগর বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নামে মিথ্যা অপ* প্রচারের প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন।
যশোর অভয়নগর বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নামে মিথ্যা অপ* প্রচারের প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন।
Tags
# রাজনীতি
Share This
About daily shadhinceta
রাজনীতি
লেবেলসমূহ:
রাজনীতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন--- দৈনিক স্বাধীনচেতা--
অনলাইন সংবাদপত্র হলো একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ যা একক ভাবে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত অথবা কোন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ হিসেবেও প্রকাশিত হতে পারে। সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্রেকিং নিউজ প্রচারের সুবিধা সম্প্রচার সাংবাদিকতার সাথে সংবাদপত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিশ্চিত করে। সংবাদপত্র শিল্পে একটি সংবাদপত্র টিকে থাকার শর্ত হিসেবে এর বিশ্বাসযোগ্যতা, শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং বিজ্ঞাপনদাতাদের সাথে প্রতিষ্ঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়। এছাড়াও মুদ্রণ প্রক্রিয়ার তুলনায় অনলাইন প্রকাশনা সাশ্রয়ী বলে এই আন্দোলন আরো বেগবান হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন