ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন আগামীকাল মঙ্গলবার - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন আগামীকাল মঙ্গলবার

তুহিন খান


তুহিন খানঃ ফুলতলা থেকে-
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে হতে যাচ্ছে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত সকাল ৮টা থেকে শুরু করে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল বাশার জানান, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৩৯ জন প্রার্থী। এবারই সর্বোচ্চ ভোটার সংখ্যা ২৬৬১। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শেখ ওবায়দুল হক হাওলাদার।

এদিকে সভাপতি পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তবে ভোটারদের দাবি ত্রি-মুখী লড়াই হবে। তারা হলেন হারিকেন মার্কায় আবু সাঈদ ভুইয়া, গরুর গাড়ী মার্কায় মোঃ ও অহিদুজ্জামান মোল্যা নান্না, ছাতা মার্কায় খুরশীদ আলম এবং আনারস মার্কায় এসরবীন বসু। সহ-সভাপতি পদে দুই জন প্রার্থী হলেও তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধী হবে। তারা হলেন তরবারী মার্কায় আলমগীর খাঁন ও প্রজাপতি মার্কায় এস এম মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

এদের মধ্যেও ত্রি-মুখী লড়াই হবে বলেও এলাকাধিক জানিয়েছেন। তারা হলেন সাইকেল প্রতীকে আশরাফুল আলম কচি, ঘোড়া প্রতীকে এনামুল হোসেন পারভেজ, চাকা প্রতীকে ওবায়েদ সাঈদ ডায়মন্ড, গোলাপফুল প্রতীকে এস কে মিজানুর রহমান, বটগাছ প্রতীকে মোঃ মাহাবুব আলম মিঠু। ব্যবসায়ী ভোটাররা২০২৫ সালে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের চাওয়া সৎ যোগ্য ও ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করতে। জমজমাট এ নির্বাচনে আগামী ১৪ অক্টোবর ভোটের মাঠে লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here