দিঘলিয়ায় শিশু হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ফয়সালের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

দিঘলিয়ায় শিশু হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ফয়সালের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ

 


দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু জিসানের হত্যার সঙ্গে জড়িত ফয়সাল ও তার পিতা আঃ হান্নান এবং মাতা মাহিনুর বেগমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে দেড়ায়া গ্রামবাসী। গতকাল রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় দেয়াড়া খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময়ে

বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জিসানের পিতা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে রবিবার ফয়সালসহ তার পিতা-মাতাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪ তাং ১২/১০/২০২৫।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল (২৫), তার পিতা জিএম হান্নান (৫২), মাতা মাহিনুর বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে।

দিঘলিয়া থানা সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মন্ডল বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিসানের ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পিতার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ফয়সাল তার পিতা জিএম হান্নান ও তার মাতা মাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

রবিবার বেলা ১১টায় দেয়াড়া খেয়াঘাটে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন শেখ আবু জাফর, অধ্যাপক মনিবুর রহমান, শেখ মাহবুব আলম, মোল্লা নাজমুল হক, মোঃ জহিরুল ইসলাম, জিয়াউদ্দিন মিলটন, মোল্লা রাজু আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, আনোয়ার, হালিম খলিফা, রাজীব আহমেদ, সোহেল জাফর মঈন।

মানববন্ধনে বক্তারা নিষ্পাপ শিশু জিসানকে ফয়সাল ও তার পিতা হান্নান এবং তার পরিবার কর্তৃক নির্মমভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) বিকালে দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা, ধারালো অস্ত্র দিয়ে কোপানো বস্তার ভেতর থেকে শিশু জিসানের মৃতদেহ উদ্ধার করে দিঘলিয়া থানা পুলিশ এবং যৌথ বাহিনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here