২৬ টি রাষ্ট্রায়াত্ব পাটকল সরকারি ভাবে চালু ও পাওনা পরিশোধের দাবিতে আজ ৪ ই অক্টোবর বিকাল ৪ টায়। ইস্টার্ন জুট মিল সংলগ্নে এক বিরাট শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন--- দৈনিক স্বাধীনচেতা--
অনলাইন সংবাদপত্র হলো একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ যা একক ভাবে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত অথবা কোন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ হিসেবেও প্রকাশিত হতে পারে। সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্রেকিং নিউজ প্রচারের সুবিধা সম্প্রচার সাংবাদিকতার সাথে সংবাদপত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিশ্চিত করে। সংবাদপত্র শিল্পে একটি সংবাদপত্র টিকে থাকার শর্ত হিসেবে এর বিশ্বাসযোগ্যতা, শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং বিজ্ঞাপনদাতাদের সাথে প্রতিষ্ঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়। এছাড়াও মুদ্রণ প্রক্রিয়ার তুলনায় অনলাইন প্রকাশনা সাশ্রয়ী বলে এই আন্দোলন আরো বেগবান হয়েছে।
সম্পাদক ও প্রকাশক//
রেজওয়ান আকুন্জী রাজা --
আঞ্চলিক কার্যালয়- ইস্টার্নগেট বাজার আটরা, খানজাহান আলী খুলনা।
যোগাযোগ- dailysbadhinaceta@gmail.com
মোবাইল- 01614-919960
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন