মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সোনারগাঁওবাসী - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সোনারগাঁওবাসী




 মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সোনারগাঁওবাসী

​বাপ্পী শেখ | নারায়ণগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
​নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সিপুর ও ভিটিকামালদী গ্রামের কয়েকশ’ বিক্ষুব্ধ অধিবাসী রাজপথে নেমে মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
​উত্তাল বারদি-ধন্দি সড়ক
​সকাল থেকেই নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে বারদি-ধন্দি বাজার সড়কের পাশে জড়ো হতে থাকেন। এসময় তারা মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং তাদের সহায়তাকারী দালাল চক্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

​বক্তাদের অভিযোগ: ঘরে ঘরে মাদক, বাড়ছে অপরাধ ​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন: ​সহজলভ্যতা: বর্তমানে পাড়া-মহল্লায় হাত বাড়ালেই ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পাওয়া যাচ্ছে। ​যৌবন ধ্বংস: মাদকের নীল দংশনে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে। ​সামাজিক নিরাপত্তাহীনতা: মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই এবং 'কিশোর গ্যাং'-এর উৎপাত কয়েকগুণ বেড়ে গেছে। ​"আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ অন্ধকারের দিকে যাচ্ছে। প্রশাসনের চোখের সামনে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ঘুরে বেড়ালেও তারা অধরা থেকে যাচ্ছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।" — মানববন্ধনে অংশগ্রহণকারী একজন অভিভাবক। ​প্রশাসনের প্রতি দাবি
​বিক্ষোভকারীরা জানান, দ্রুত সময়ের মধ্যে নোয়াগাঁও ইউনিয়নসহ পুরো সোনারগাঁ উপজেলাকে মাদকমুক্ত করতে হবে। মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here