মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সোনারগাঁওবাসী
বাপ্পী শেখ | নারায়ণগঞ্জ প্রতিনিধি | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মুন্সিপুর ও ভিটিকামালদী গ্রামের কয়েকশ’ বিক্ষুব্ধ অধিবাসী রাজপথে নেমে মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
উত্তাল বারদি-ধন্দি সড়ক
সকাল থেকেই নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে বারদি-ধন্দি বাজার সড়কের পাশে জড়ো হতে থাকেন। এসময় তারা মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং তাদের সহায়তাকারী দালাল চক্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত সময়ের মধ্যে নোয়াগাঁও ইউনিয়নসহ পুরো সোনারগাঁ উপজেলাকে মাদকমুক্ত করতে হবে। মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় না আনা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন