অজ্ঞাত ব্যক্তির পরিবারের সন্ধান চাই! - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

অজ্ঞাত ব্যক্তির পরিবারের সন্ধান চাই!

 



দৈনিক স্বাধীনচেতা প্রতিনিধি | বাপ্পী শেখ | ​সোনারগাঁও, নারায়ণগঞ্জ | 


গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রীজ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।


​ঘটনার বিবরণ:

​সময়: সোমবার রাত ৮:৪০ মিনিট (আনুমানিক)।

​স্থান: আষাঢ়িয়ারচর ব্রীজ, সোনারগাঁও।

​অবস্থা: স্থানীয়দের ধারণা, দ্রুতগামী কোনো চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। উদ্ধারের সময় তিনি সম্পূর্ণ অচেতন ছিলেন।


​ বর্তমান অবস্থান:

​স্থানীয় সচেতন নাগরিকরা তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। এখনো তার জ্ঞান ফেরেনি, যার ফলে তার নাম বা পরিচয় জানা সম্ভব হচ্ছে না।


​আমাদের অনুরোধ:

​যদি ছবিতে থাকা ব্যক্তিকে (বা এই বর্ণনা অনুযায়ী কাউকে) আপনার পরিচিত মনে হয়, তবে দয়া করে দ্রুত তার পরিবার বা আত্মীয়-স্বজনকে জানান। আপনার একটি শেয়ার হয়তো একজন মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here