ফুলতলায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে, অপরাধ দমন তত সহজ হবে - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

ফুলতলায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে, অপরাধ দমন তত সহজ হবে

 


 ফুলতলা প্রতিনিধি - খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যত বাড়বে, অপরাধ দমন তত সহজ হবে। পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। রবিবার ফুলতলায় থানা পুলিশের উদ্যোগে বিকেল ৩ টায় থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর সঞ্চলনায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোল্যা অহিদুজ্জামান নান্না, বাংলাদেশ জামায়াত ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, উপজেলা আমীর আব্দুল আলিম মোল্যা, সেক্রেটারী মাওঃ সাইফুল হাসান খাঁন, বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম, আহসানুল হক লড্ডন, কৃষকদল নেতা ইব্রাহিম সরদার, শ্রমিক নেতা বকুল ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর শেখ, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা, সদস্য জয়দেব সরকার, ছাত্রদল নেতা আলামিন সানা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here