আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫: গুণীজন সম্মাননায় খুলনায় শিল্প-সাংবাদিকতার মিলনমেলা। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫: গুণীজন সম্মাননায় খুলনায় শিল্প-সাংবাদিকতার মিলনমেলা।

 


 মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার 



খুলনার শান্ত ও সৃজনশীল সাংস্কৃতিক অঙ্গন শুক্রবার বিকেলে হয়ে ওঠে মুখর ও প্রাণবন্ত। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা আর্ট একাডেমি রূপ নেয় এক ব্যতিক্রমী সম্মাননা মঞ্চে, যেখানে সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সমাজসেবার সঙ্গে যুক্ত গুণীজনদের সম্মান জানানো হয় “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে।১২ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই আয়োজনে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, কবি, শিক্ষক, শিশুশিল্পী ও সমাজসেবীরা একত্রিত হন সম্মান ও স্বীকৃতির এক মানবিক মিলন উৎসবে। দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের প্রাপ্য স্বীকৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“সত্য সংবাদ শুধু কাগজের খবর নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের নিরাপত্তা, স্বীকৃতি ও স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”তার বক্তব্যে মানবাধিকার, জবাবদিহিমূলক সংবাদ পরিবেশন ও সংস্কৃতিচর্চার গুরুত্ব গভীরভাবে উঠে আসে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, দিঘলিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ এরশাদুল গনি। তিনি বলেন,“বস্তুনিষ্ঠ সংবাদ শুধু তথ্যের সমষ্টি নয়; এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নৈতিকতা ও দায়িত্ববোধ ছাড়া সাংবাদিকতা পূর্ণতা পায় না।”অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির। তিনি বলেন,“মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দেশ ও সমাজের সত্য তুলে ধরেন, অথচ তাদের নিরাপত্তা ও মূল্যায়ন সবচেয়ে কম। এই সম্মাননা তাদের বাস্তব স্বীকৃতির পথ প্রশস্ত করবে।”অনুষ্ঠানের সুশৃঙ্খল সঞ্চালনায় ছিলেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি বলেন উপস্থিত সকল গুণীজনরা যে যে বিষয়ে সম্মাননা অর্জন করেছেন এই বিষয় যেন আরো দক্ষ হয়ে উঠতে পারে এমন প্রত্যাশা করেন। সভাপতিত্ব করেন মানবিক সাংবাদিক ও সংগঠক, আলো মিডিয়া গ্রুপ (ঢাকা)-এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ভোকেশনাল শিক্ষক সমিতির সভাপতি এম শাহ জাহান আলী খান, কবি ও সাংবাদিক মোঃ রহমত আলী এবং দৈনিক আজকের জনকথার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মাহফুজুর রহমান। তাঁরা তাঁদের বক্তব্যে গুণীজনদের পেশাগত সংগ্রাম, সাফল্য ও সামাজিক অবদানের মূল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠানে যেসব গুণীজনকে সম্মাননা প্রদান করা হয় তাঁরা হলেন

কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, দৈনিক আজকের কণ্ঠস্বর (খুলনা)-এর সম্পাদক ও প্রকাশক তাহমিনা আক্তার শিপন, কবি ও শিক্ষক নাসরিন জাহান, সাংবাদিক মোঃ ইদ্রিস শেখ, সাংবাদিক সুদীপ্ত মিস্ত্রী, সাংবাদিক উৎপল রায়, সাংবাদিক আসাদুল হক, সঙ্গীতশিল্পী প্রবীর শীল এবং খুলনা আর্ট একাডেমির মেধাবী শিশু শিল্পী যাহরুন তাসনিম।বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল খুলনা আর্ট একাডেমির খুদে প্রতিভা যাহরুন তাসনিম-এর সম্মাননা,  প্রথম শ্রেণীতে পড়া কালীন সময়ে এই সম্মাননা ৬৪ টি পুরস্কার অর্জন করায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।যা ভবিষ্যৎ নতুন শিল্পীর উজ্জ্বল সম্ভাবনাকে এক অনন্য স্বীকৃতি দেয়।অনুষ্ঠানজুড়ে ছিল কবিতা পাঠ, গান ও শিশু শিল্পীদের অভিনব পরিবেশনা। ‘সম্মাননায় গর্ব, স্বীকৃতিতে প্রেরণা’ এই আত্মিক আবেদনে অনুষ্ঠানটির প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয় ও উৎসবমুখর।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কবি ও গীতিকার মোঃ জাবেদুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে সমাজ ও মানবিক বিষয়কে কেন্দ্র করে গান ও কবিতার মাধ্যমে অবদান রেখে চলেছেন।‘আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ শুধু একটি সম্মাননা অনুষ্ঠান নয়; এটি ছিল সত্য সাংবাদিকতার মূল্যায়ন, সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং তরুণ ও প্রবীণ প্রতিভাদের স্বীকৃতির এক সৃজনশীল অঙ্গীকার। অনুষ্ঠানের সমাপ্তিতে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। খুলনার শিল্প ও সংস্কৃতির মঞ্চে এই আয়োজন এক নতুন মানদণ্ড স্থাপন করেছে যেখানে সম্মান, সাহস ও সৃজনশীলতা একসঙ্গে নতুন পথে আলো ছড়িয়ে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here