দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া ২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বাদ ঈশা বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া ২ নং ওয়ার্ডের দিঘলিয়া মোড়ল মার্কেটে অফিস উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, দিঘলিয়া উপজেলা পশ্চিম শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ তরিকুল ইসলাম। এ সময় দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন