দিঘলিয়ায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদের সঙ্গে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবাগত এসিল্যান্ড রিয়াজ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্য বেনজীর আহমেদ মুকুল, মোঃ ইসমাইল হোসেন, মোঃ জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, আঃ কুদ্দুস মোল্লা প্রমুখ।সাক্ষাৎকালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দিঘলিয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা হয়। নবাগত এসিল্যান্ড রিয়াজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন