খুলনার দিঘলিয়ায় মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে পরবর্তীতে তাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুত্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জরিনা বেগম (৭৮), পিতা মৃত হাসেম গাজী। তিনি স্বামীর রেখে যাওয়া সম্পত্তি কৌশলে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ করেছেন তার বড় ছেলে নূর মোহাম্মদ খান (৫৫)-এর বিরুদ্ধে।
জিডিতে উল্লেখ করা হয়, নূর মোহাম্মদ খান তার মায়ের কাছ থেকে জমি লিখে নিয়ে তা নিজের নামে রেজিস্ট্রি করেন। এরপর ওই জমিতে থাকা আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেন তিনি। জমি নিজের নামে নেওয়ার পর থেকেই অভিযুক্ত পুত্র তার মায়ের ভরণপোষণ ও দেখাশোনা বন্ধ করে দেন এবং একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানা যায়, জরিনা বেগমের মোট সাতজন ছেলে-মেয়ে রয়েছে। বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী মা দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৮১২, তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫ ইং। তিনি অভিযুক্ত পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন