দৈনিক স্বাধীনচেতা প্রতিবেদন:
সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাপ্পী শেখ।
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লাইন থেকে সৃষ্ট ভয়াবহ লিকেজ বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার গভীর রাতে কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঠাত্তা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ফ্ল্যাটে অবৈধভাবে সংযুক্ত গ্যাস লাইনে দীর্ঘক্ষণ গ্যাস জমে থাকায় হঠাৎ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত স্থানীয়রা ছুটে এসে দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
দগ্ধরা হলেন, আলাউদ্দিন (৩৫), তাঁর মা জরিনা বেগম (৬৫) এবং তাঁর দুই কন্যা শিশু শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)। তাদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাতেই তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে; তাদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, এটি অত্যন্ত গুরুতর ও ভয়াবহ ঘটনা। প্রাথমিকভাবে লিকেজ হওয়া অবৈধ গ্যাস লাইনকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন