দৈনিক স্বাধীনচেতা প্রতিবেদন:
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাপ্পী শেখ।
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “নির্বাচনের জন্য যারা একসময় তাড়াহুড়া করতো, তারাই আজ নির্বাচন নিয়ে তালবাহানা করছে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন দিতে হবে—নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি বা তালবাহানা গ্রহণযোগ্য নয়।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মামুদ্দি গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল তার নির্বাচনী প্রচারণার অংশ।
তিনি আরও বলেন, “এবার নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত জনগণের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, ন্যায়বিচার চায়—আর সেই সমাজ প্রতিষ্ঠার ক্ষমতা কেবল জামায়াতেরই আছে। এবারের নির্বাচন আমাদের জন্য টার্নিং পয়েন্ট।”
প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের প্রশংসা করে বলেন, “জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একজন আন্তর্জাতিক মানের নেতা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তার সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন। তারা বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে গুরুত্বসহকারে দেখছেন। বিদেশিরাও চান, দেশে একটি সৎ, ন্যায়ভিত্তিক ও জনগণের অধিকার রক্ষা করতে সক্ষম নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক।”
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমির মাওলানা মমিনুল হক সরকার। তিনি বলেন, “জনগণ আজ পরিবর্তন প্রত্যাশা করছে। জামায়াতের প্রার্থীরা যে পরিবর্তনের কথা বলে, তা বাস্তবমুখী এবং জনগণের চাহিদার সঙ্গে মিল রয়েছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. আকরাম। তারা বলেন, সোনারগাঁয়ের মানুষ দীর্ঘদিন অবহেলিত থেকেছে, এবার তাদের আস্থা অর্জন করে জামায়াত জনসেবা নিশ্চিত করবে।
উপস্থিত নেতৃবৃন্দ
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাখাওয়াত, ব্যবসায়ী কাজী নাসির উদ্দিন, সোনারগাঁ থানা ছাত্রশিবিরের সভাপতি আজিজুল, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মমিনুল, মাওলানা ফেরদাউসসহ স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় জনগণও বিপুল সংখ্যায় অংশ নেন।
গণসংযোগ কর্মসূচি
বৈঠক শেষে জামায়াত নেতারা হরিহরদী বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। এসময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সমর্থন কামনা করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন