ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাব, কলম সৈনিক, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাব, কলম সৈনিক,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ  প্রতিনিধ, 


রাতের আঁধারে কিংবা তপ্ত রোদে, 

ছুটে চলো ওরা সত্যের খোঁজে, 

যাদের কলম অন্যায়ের যম,

সাহসী হৃদয়ে নেই কোনো ভ্রম,!


সাধারণের কণ্ঠস্বর হয়ে, 

বিপদ মাথায় বীরের মতো সয়ে! 

তুলে ধর ওরা সমাজের ক্ষত, 

অবিচল থাকে  আদর্শে সতত! 


খবরের পিছে অন্তহীন ছোটা, 

সত্যের  ফুল ফুটিয়ে তোলা! 

ভয়হীন চোখে ন্যায়ের য়ে বাতি, 

সাংবাদিকেরা দেশ ও দশের সাথী! 


ইতিহাস লেখে প্রতিবেলা তারা, 

সতর্ক পাহাড়ে তন্দ্রাহারা! 

কলম হোক তাদের তলোয়ার ধারালো, 

আঁধার  ঘুচিয়ে আনুক নতুন আলো,,, 


সাংবাদিকের  প্রধান দায়িত্ব হল সত্য উদঘাটন, সঠিক নিরপেক্ষ তথ্য সংগ্রহ করে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সমাজের বিবেক হিসেবে কাজ করা, এবং কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বাধ্য করা, তাদের কর্তব্য হলো বজ্রনিষ্ঠ সংবাদ পরিবেশন, পক্ষপাতনীনতা বজায় রাখা, গোপনীয়তা রক্ষা করা, এবং জনগণের কণ্ঠস্বর হয়ে তাদের সমস্যা তুলে ধরা, এর মাধ্যমে তারা দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখে,যা একটি মহৎ ও ঝুঁকিপূর্ণ, 


সাংবাদিক ( JournaIist )হলেন এমন একজন ব্যক্তি, যিনি বিভিন্ন উৎস থেকে তথ্য, সংবাদ ও ঘটনা সংগ্রহ করেন, সেগুলোকে যাচাই - বাছাই করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্যভাবে প্রতিবেদন তৈরি করেন এবং তা সংবাদপত্র, টেলিভিশন, রেডিও বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পরিবেশন করেন, যার মূল লক্ষ্য, জনগণকে অবহিত রাখা এবং সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা, 

এটাই হলো সাংবাদিকতা,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here