দুই দিনেই ভরে গেল বাবরি মসজিদের ১১ টি দানবাক্স আসছে কোটি কোটি টাকা, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

দুই দিনেই ভরে গেল বাবরি মসজিদের ১১ টি দানবাক্স আসছে কোটি কোটি টাকা,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ  প্রতিনিধ,


কলকাতার রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের ঢল নেমেছে , মোট ১১ টি দানবাক্স, রাখা হয়েছিল সভাস্থলে সেগুলো ২ দিনেই ভরে গেছে পুরোপুরি, 


রবিবার রাতে বিশেষ মেশিন দিয়ে রুপি গোনা শুরু হয়, এখন পর্যন্ত চারটি বাক্স আর একটি বস্তা মিলিয়ে পাওয়া গেছে ৩৭,লাখ, ৩৩ হাজার রুপি শুধু নগদ নয় অনলাইনেও এসেছে অনেক দান ইউআর কোড স্ক্যান করে এখন পর্যন্ত এসেছে ৯৩ লাখ রুপি, 


তৃণমূল কংগ্রেস হুমায়ূনকে ইতিমধ্য দল থেকে বরখাস্ত করেছে, ৬ ডিসেম্বর তিনি বেলডাঙ্গায়,বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ওই সভায় ব্যাপক ভিড় হয়েছিল, প্রায় ৪০ হাজার মানুষের জন্য শাহী বিরিয়ানির আয়োজন ও ছিল, সেদিনই রাখা হয়েছিল স্টিলের তৈরি ১১ টি বড় দান বাক্স, হুমায়ুন তার অনুসারীদের মসজিদ নির্মাণে সাহায্যের জন্য আহ্বান জানান, 

এরপর থেকেই দান আসতে থাকে একের পর এক, তার দাবি, মানুষ মন খুলে দান করেছেন, ধানের পরিমাণ কয়েক কোটি রুপিও  ছাড়িয়ে যেতে পারে, 


রবিবার সন্ধ্যা ৭ থেকে রাত ১২ টা পর্যন্ত রুপি গোনা হয়, সোমবার বিকেল ৫ টা থেকে বাকি ৭ টি দানবাক্স খোলা হবে, আগের দিনের মতো একই ৩০ জন লোক টাকা গণনার কাজ করবেন, স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে, 

হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি, দানের পরিমাণ তাদের ধারণার চেয়েও অনেক বেশি, বিদেশ থেকেও দান এসেছে, এত টাকা নিরাপদে রাখতে আলাদা ঘর করতে হবে, সেখানে থাকবে সিসিটিভি ও নিরাপত্তার ব্যবস্থা, 


প্রয়োজনে আরো ও লোক নেওয়া হতে পারে টাকা গণনার জন্য, ব্যাংকের সঙ্গে  ও আলোচনা চলছে, 


হুমায়ুন ঘোষণা করেছিলেন ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিওিপ্রস্তর রাখবেন, এই ঘোষণার পর থেকেই তৃণমূল তার সঙ্গে দূরত্ব রাখতে শুরু করে,কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন, হুমায়ুন সেখানে গেলে সেদিনই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন, ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন এবং জানান, ২২ ডিসেম্বর নতুন দল করবেন, তিনি বলেন, বেলডাঙ্গায় মসজিদ তিনি বানিয়েই ছাড়বেন, তার নতুন দল রাজ্যর আসন্ন নির্বাচনে ১৩৫ আসেন লরবে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here