দিঘলিয়ায় শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেল সহ নাশকতা মামলায় গ্রেফতার ১২ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দিঘলিয়ায় শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেল সহ নাশকতা মামলায় গ্রেফতার ১২

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়ার শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেল সহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে  দিঘলিয়া থানা পুলিশ। গত ১৯ নভেম্বর  রাতব্যাপী অভিযান চালিয়ে দিঘলিয়া উপজেলার বারাকপুর, লাখোহাটি, ঘোষগাতী এলাকা থেকে উক্ত  আসামীদের আটক করা হয়।


সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম ১৯ নভেম্বর গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে  দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি, বারাকপুর ও ঘোষগাতী এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় শীর্ষ সন্ত্রাসী মামুন ও সোহেলসহ নাশকতা মামলার  ১২ আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো লাখোহাটি গ্রামের আকবর শেখের পুত্র   (১) হাসান শেখ (৩৩), (২) মাহাবুর শেখ  (৪০) পিতা ইব্রাহিম শেখ শেখ সাং- বারাকপুর ঘোষগাতী, (৩) মোঃ সোহেল শেখ (৩৬), পিতা মৃত খোরশেদ  শেখ সাং- লাখোহাটি (পশ্চিমপাড়া), (৪) ইকলাস  শেখ (৩৭) পিতা মৃত মোবারেক শেখ সাং-বারাকপুর, (৫) গাজী হাবিবুর রহমান (হবি) গাজী (৪৯) পিতা মৃত দীনে গাজী, (৬) আলম শেখ পিতা সবুর  শেখ সং বারাকপুর, (৭) জনি (৩৭) পিতা নাজিম শেখ সাং- বারাকপুর (বারাকপুর পূর্বপাড়া), (৮) তৌহিদুল বিশ্বাস পিতা সলেমান বিশ্বাস সাং বারাকপুর থানা দিঘলিয়া, (৯) মামুন (৩২) পিতা মৃত আব্দুস সামাদ সাং-ঘোষগাতী দিঘলিয়া, (১০) এস এম মাহমুদ পারভেজ ( লিমন) (৩২), পিতা ময়েন নিকেরি সাং- ঘোষগাতী  থানা দিঘলিয়া, (১১) আজিজ শেখ (৫০), পিতা: আলতাফ শেখ সাং বারাকপুর ওয়ার্ড নং–৫, থানা: দিঘলিয়া, 

(১২) মাজেদ মিয়া (৫০), পিতা: মৃত লতিফ  সাং- বারাকপুর ওয়ার্ড নং ৫, থানা: দিঘলিয়া।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন দিঘলিয়া থানা পুলিশের একটা চৌকস টিম গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এ সকল আসামীদের গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here