নিখোঁজ বিজয়ের সন্ধান মিলছে না এক মাসেও—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিখোঁজ বিজয়ের সন্ধান মিলছে না এক মাসেও—আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

 



দৈনিক স্বাধীনচেতা প্রতিবেদন 

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাপ্পী শেখ 

বুধবার ১৯ নভেম্বর ২০২৫


নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ১০ বছরের শিশু বিজয় ইসলাম নিখোঁজের এক মাস পার হলেও তাকে উদ্ধারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। স্থানীয়ভাবে মাইকিং, লিফলেট, খোঁজাখুঁজি—সবই ব্যর্থ হওয়ার পর আজ পরিবার দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বের কাছে। তারা প্রশ্ন তুলছেন—একটি শিশু হারিয়ে যাওয়ার পরও কেন আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এতটা শ্লথ?


গত ১৮ অক্টোবর বিকেলে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় বিজয়। পরনে ছিল নেভি-সাদা ডোরা কাটা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের এই চতুর্থ শ্রেণির ছাত্র আর কোনোদিন বাড়ি ফিরেনি।


বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু ক্ষোভে–বেদনাভরা কণ্ঠে বলেন, এক মাস ধরে ছেলেকে খুঁজছি। থানায় জিডি করেছি। চারদিকে দৌড়াচ্ছি কিন্তু কোনো অগ্রগতি নেই। আমার ছেলেটা কোথায় গেল? কেউ কি বলতে পারবেন?


বিজয়ের মা এসতেমা আক্তার চম্পা ভেঙে পড়েছেন শোকে। তিনি বলেন, প্রতিদিন মনে হয় আজকে হয়তো ফিরে আসবে। কিন্তু আসে না। প্রশাসনের কাছে আমার ছেলেকে ফেরত পাওয়ার জন্য আকুতি ছাড়া আর কিছুই করার নেই।


পরিবার জানিয়েছে যে কেউ বিজয়ের সন্ধান জানলে ০১৭৬৬১৩৪৪৩৭ এবং ০১৮৩৩৯৭৯৭৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী দাবি করেন জিডি গ্রহণ করা হয়েছে, জেলার সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।


কিন্তু এক মাস ধরে শিশুটির কোনো হদিস না মেলায় স্থানীয়দের প্রশ্ন চেষ্টা কোথায়? ফলাফল কোথায়?

একটি শিশুর নিখোঁজ হওয়া কি তদন্তের টেবিলে পড়ে থাকার মতো বিষয়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here