ইস্টার্ন গেট বাজার বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনী রবিউল - রিজাউল প্যানেলের ইশতেহার - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইস্টার্ন গেট বাজার বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনী রবিউল - রিজাউল প্যানেলের ইশতেহার

 



আগামী ৫ অক্টোবর ২০২৫ ইস্টার্নগেট বাজার বণিক সমিতির দ্বীবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তালা চাবি মার্কা প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রবিউল-রেজাউল পরিষদ । সম্প্রতি  তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।


ইশতেহারে তিনি ব্যবসায়ীদের নিরাপত্তা, উন্নয়ন ও জবাবদিহিতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর প্রতিশ্রুতিগুলো হলো—


★ চুরি প্রতিরোধে নৈশ প্রহরীর সংখ্যা বৃদ্ধি করা হবে।

★ জোরপূর্বক লেনদেন বা চাঁদাবাজি সম্পূর্ণভাবে প্রতিরোধ করা হবে।

★ সমগ্র বাজারকে সিসিটিভির আওতায় এনে কার্যকর মনিটরিং ব্যবস্থা করা হবে।

★ অলিগলি ও বাজারের প্রতিটি অংশে আলোকসজ্জা নিশ্চিত করা হবে।

★ ব্যবসায়ীদের শালিশ হবে নিরপেক্ষ এবং কোন অনৈতিক লেনদেন সহ্য করা হবে না।

★ ব্যবসায়ীরা যেন কারও দ্বারা অসম্মানিত না হন, তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

★ ঋণদান সমিতিগুলো যাতে খারাপ আচরণ না করে, সে বিষয়ে পরিষদ সরাসরি তদারকি করবে।

★ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে গ্রহণ করা হবে এবং একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।

★ সকল কর্মকর্তা ব্যবসায়ীদের কাছে জবাবদিহিমূলক হবেন।

★ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে বাইরের ক্রেতাদের আকৃষ্ট করা হবে।

★ প্রতিবছর আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সাধারণ সভায় ব্যবসায়ীদের সামনে প্রকাশ করা হবে।

★  বাজারের মধ্যে দিয়ে রেলপথের ২ পাশে সংস্কার করা।


নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় রবিউল - রেজাউল পরিষদ পক্ষ থেকে  বলেন,

“আমাদের একবার সুযোগ দিন। তালা- চাবি মার্কায় ভোট দিয়ে ইস্টার্ন গেট  বাজারকে একটি মডেল ও আদর্শ বাজারে রূপান্তরিত করুন।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here