দিঘলিয়া উপজেলায় জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিন ব্যাপি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম উপজেলার সেনহাটি ইউনিয়নের স্টার ২ নম্বর গেট, চন্দহনীমহল বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চল সহকারি পরিচালক খান গোলাম রসুল, দিঘলিয়া উপজেলা আমির মাওলানা আবুল হাসান, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিমা হাসান টুটুল, সেনহাটি ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন