নারীদের সার্বিক উন্নয়নে কাজ করতে চান-আলি আসগার লবি - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নারীদের সার্বিক উন্নয়নে কাজ করতে চান-আলি আসগার লবি




নিজস্ব প্রতিবেদনঃ

নির্বাচনী প্রচারণায় ফুলতলা উপজেলার বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে উঠান বৈঠকে নারীদের সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ আলি আসগার লবি। নারী স্বাস্থ্য, নারীদের নিরাপত্তা এবং নারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ফুলতলা উপজেলার নারী ভোটারদের কাছে। ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকে আলি আসগার লবি বলেন আমরা আপনাদের কর্মসংস্থানের জন্য যা যা প্রয়োজন সবকিছু করতে চাই। আমরা চাই নারীর প্রকৃত এবং পূর্ণ স্বাধীনতা। নারীরা যেন নিরাপত্তা সাথে রাস্তায় চলাফেরা করতে পারে এবং নির্ভীঘ্নে ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থা করতে চাই আমরা। তিনি বলেন,জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকার অবশ্যই নারীদের সার্বিক উন্নয়নে কাজ করবে। এজন্য তিনি নারীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করার প্রতি আহ্বান জানান। বিকেলে ফুলতলা ইউনিয়নে নারীদের নিয়ে উঠান বৈঠকে মোহাম্মদ আলি আসগার লবি বলেন,  আপনারা কেউ জামায়াতের নারীদের দ্বারা প্রভাবিত হবেন না। জামায়াত হলো মৌসুমী পাখির মত। ভোটের মৌসুম শেষে আবার তারা হারিয়ে যাবে। ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমি আপনাদের পাশে রয়ে যাব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।এ সময় তিনি বলেন আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে অবশ্যই আপনাদের এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় মন্দির সব জায়গায়তে আমি উন্নয়নের ছোঁয়া লাগাতে চাই। এ সময়ে উপস্থিত নারী ভোটাররা দুহাত তুলে তার প্রতি সমর্থন জানান। আলি আসগার লবির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তার প্রধান নির্বাচনের সমন্বয়ক জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। এছাড়া বক্তৃতা করেন ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক এবং ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবুল বাশার,  বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটোসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এর আগে ফ্যাসিবাদ সরকার দ্বারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা ইউনিয়ন বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকোর পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের পরিবারকে সান্তনা দেন এবং ভবিষ্যতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here