দিঘলিয়া প্রতিনিধিঃ শানীমুল ইসলাম
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর)
সারাদিন দিঘলিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, পথ সভা এবং নির্বাচনী সভা করেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
তিনি সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলার আড়ুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে স্কুল প্রাঙ্গনে একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ করেন। বৃক্ষ রোপণ শেষে শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। তিনি দুপুর সাড়ে ১২ টার সময় পূর্ব আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষ রোপণ করেন এবং শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন।
বেলা ১ টায় মাধপুর ওয়ার্ডে নির্বাচনী পথ সভা করেন আজিজুল বারী হেলাল। এ সময় হেলাল বলেন আমার দল বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আরো বলেন দেশে একটি নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচন করে। যেহেতু দীর্ঘ দিন মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত সেহেতু এবারের নির্বাচনী আমেজ আরো অনেকগুণ বেশি। বাংলাদেশের মানুষ এখন দিন গুনছেন ভোট দেওয়ার জন্য। আজিজুল বারী হেলাল আরো বলেন বিএনপি জনগণের দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
দুপুর ১:৩০ মিনিটে রাধা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন স্কুলের ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে নিয়ে। কামারগাতী বাজারে দোকানদারদের সঙ্গে কথা বলেন। লিফলেট বিতরণ করে নঈম মোল্লার কবর জিয়ারত করেন। তিনি লাখোহাটি বাজারে ব্যাবসায়ীদের সাথে ও ক্রেতা সাধারণ স্থানীয় জনগণের সাথে কথা বলেন।
বিকাল সাড়ে ৪ টায় বারাকপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে তিনি পুরুস্কার বিতরণ করেন।
সন্ধ্যায় নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, রুপসা, দিঘলিয়া, তেরখাদার মানুষের সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, মানবিক উন্নয়নের জন্য বিএনপিকে ভোট দিবে এ অঞ্চলের মানুষ। বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব কমে যাবে। তিনি ব্রিজ, রাস্তা, আধুনিক হাসপাতালের স্বপ্ন দেখেন দিঘলিয়ায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম,
উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, আবুল কাশেম, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, কুদরত-ই- ইলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, লিটন শেখ প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন