নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সোনারগাঁওয়ের চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রথম গেটের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসপি (খ সার্কেল) ইমরান আহমদ।
“তদন্তের পরই বলা যাবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
এদিকে, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন