হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকে "হ্যাঁ" "না' লড়াই কারণ কি, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকে "হ্যাঁ" "না' লড়াই কারণ কি,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু,


 বিশেষ প্রতিনিধ, 


সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ''হ্যাঁ' না 'পোষ্টের মাধ্যমে নতুন এক ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সংবিধান সংশোধন ও গণভোট নিয়ে পোস্টের প্রতিযোগিতা দ্রুত ছড়িয়ে পড়েছে, য়া দেশজুড়ে রাজনৈতিক পক্ষপাত ও মতের বৈপরীত্যকে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সংবিধান সংশোধন ও গণভোট নিয়ে দেশজুড়ে রাজনৈতিক পক্ষপাত ও মতের বৈপরীত্যকে আরো ও উসকে দিয়েছে, 


বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ২৮ অক্টোবর নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ প্ররণ করে, সুপারিশে তারা জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে, অন্যদিকে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা শুরু করেছেন, ফেসবুক পোস্টে তারা না , অবস্থান স্পষ্ট  করেছেন, 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ( ডাকসু) নির্বাচনের ছাত্রদলের প্যানেলের সহসভাপতি প্রার্থী মো: আবিদুল ইসলাম খান এবং সহ-সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর আল হাদী  মায়েদ না, পোস্ট দিয়েছেন, এছাড়া ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি বিষয়ে স্পষ্ট   না জানিয়েছে, 


বিএনপি'র নেতাকর্মীরা এই পোস্টগুলো শেয়ার করেছেন, এদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, 


অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজেও হ্যা' পোস্ট লক্ষ্য করা গেছে, তবে তারা স্পষ্ট  করেননি কোন বিষয়ে হ্যা' বলা হচ্ছে, 


প্রবাসী বাংলাদেশী, অনলাইন লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে স্পষ্টভাবে জুলাই সংবিধানকে হ্যা' বলার আহ্বান জানিয়েছেন, 


এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনেন সহ-সভাপতি ড-

আলী রীয়াজ জানান,কমিশন দ্রুত সর রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রঐিয়ার সুপারিশ মালা হস্তান্তর করবে, সংবিধানের সঙ্গে সাংঘষিক নয়  , এমন বিষয়গুলো আধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ ও রাখা হয়েছে,, 


জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার জুলাই সংবিধান বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড- মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়, কমিশন সংবিধান সংক্রান্ত ৪৮ টি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রেখেছে, 



ফেসবুকে  'হ্যা'  ও  না'  পোস্টার সয়লাব,রাজনৈতিক দলের সুপারিশ এবং কমিশনের পদক্ষেপ সব মিলিয়ে দেখা  যাচ্ছে, গণভোটকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে এখনই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here