সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাধারণ সভায়-আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাধারণ সভায়-আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

 



মোঃ  মুক্তাদির হোসেন,

স্টাফ  রিপোর্টার। 


 ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেছেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষিত না হওয়ায় জনমনে বিবিধ প্রশ্ন উঁকি দিচ্ছে। সরকারের প্রতিশ্রুত সময়ের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি আরও বলেন- নির্দিষ্ট কয়েকটি দল নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁয়তারা এদেশের জনগণ মেনে নেবে না। সকল নিবন্ধিত দলের অংশগ্রহণেই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- মব ভায়োলেন্স, বিচার বহির্ভূত হত্যা, খুন, গুম, নাশকতা ক্রমাগত বর্ধিষ্ণু। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি দেশ এখন আতংকের জনপদে পরিণত হয়েছে। নির্বাচনের পূর্বে “লেভেল প্লেয়িং ফিল্ড“ নিশ্চিত না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে তিনি সমূহ আশংকা প্রকাশ করেন। তিনি অবিলম্বে রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা কাওরান বাজারস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, এড. এমদাুল হক পাটোয়ারী, মাওলানা শহিদুল ইসলাম আবেদী, পীরজাদা ছৈয়দ আরিফ বিল্লাহ, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, মুহাম্মদ জাকির মিয়াজি, আমজাদ আলী লিটন, এস এম আব্দুল করিম তারেক, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক স ম শহিদুল হক ফারুকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, তরিকুল হাসান লিংকন, অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা, মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসাইন, মুফতি মাওলানা বদরুর রেজা সেলিম, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, এ এস এম কাউসার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা আবুল কালাম আজাদ, আবদুল খালেক, মাওলানা নিজাম উদ্দিন নোমানী, মাওলানা মোহাম্মদ মনির হোসাইন, মাওলানা আবুল হাশেম মিয়াজি, মীর মুহাম্মদ আবু বকর ও মাওলানা মো. আল আমিন দেওয়ান আল-আবেদী, খোরশেদ আলম প্রধানিয়া, মাওলানা মুহাম্মদ আব্বাস আলী সিরাজী প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here