আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিকার চাই ফজলুল হক মিলন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিকার চাই ফজলুল হক মিলন

 



মোঃ  মুক্তাদির হোসেন, 

বিশেষ  প্রতিনিধি।


 আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিকার চাই। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। গাজীপুরের কালীগঞ্জ ঐতিহ্যবাহী সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে তুমলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর মেগা ফাইনাল খেলায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তুমলিয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে তুমলিয়া প্রিমিয়ার ফুটবল লীগ সিজন-২ এর ফাইনাল খেলায় পানজোরা শুকপাড়া ইয়াং ষ্টার স্পোর্টি ক্লাব বনাম কালনি ৭ নং ওয়ার্ড একাদশ পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে খেলাটি ট্রাইবেকারের মাধ্যম্যে ২-০ গোলে পানজোড়াকে পরাজিত করে কালনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে পানজোড়া। ফাইনাল খেলা শেষে তুমলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ কালনী চ্যাম্পিয়ন ও পানজোড়া রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের দলনেতা, কর্মকর্তা ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাইনুল হাসান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান, সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, সালাহ উদ্দিন আহমেদ, মো. মোফাজ্জল হোসেন মোমেন, মো. রুহুল আমিন মোল্লা, শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম উদ্দিন শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন বেপারী, তুমলিয়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি বুলবুল দেওয়ান, সাধারণ সম্পাদক মামুন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন সহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here