দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের হয়েছে। এ মামলার প্রতিবাদ করেছে দিঘলিয়া উপজেলা বিএনপি।
সূত্র থেকে জানা যায়, অতি সম্প্রতি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হেদায়েত বাদী হয়ে খুলনা আদালতে একটা মামলা করেছেন। এ মামলায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ জনকে আসামী করা হয়েছে। এ মামলার কারণ হিসেবে বাদী উল্লেখ করেছেন, উল্লেখিত আসামীরা গত ০৯/১০/২০১৫ ইং তারিখে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সরিষাপাড়া বিএনপির কার্যালয় ও বাদীর বসতবাড়ি ভাঙ্গচুর করে।
দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্যা সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এটি কোন রাজনৈতিক মামলা নয়। এ মামলার সাথে দিঘলিয়া উপজেলা বিএনপির কোনো প্রকার সম্পৃক্ততা নেই। ইহা ব্যক্তি বিশেষ নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার মানসে দলকে ব্যবহার করেছে যা কারো কাম্য নয়। এ মামলা দায়ের করে বাদী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন