ইব্রাহীম খলীলঃ
খুলনার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের কদমতলা রেললাইন সংলগ্ন এলাকার মোহাম্মদ সোহাগ হোসেনের স্ত্রী সোহানা খাতুন (২৪) এর চার দিনেও সন্ধান মেলেনি। গত ২২ অক্টোবর বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় যোগীপোল এলাকা থেকে নিখোঁজ হয়। তাঁর গায়ের রং শ্যামলা , উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি । হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল মিষ্টি রঙের বোরকা। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় তাঁর ভাই শোভন হাওলাদার খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। যার নাম্বার-১০২৫, পরিবারের পক্ষ থেকে অনেক খুজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায় নি। তাঁর ভাই শোভন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন, যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর বোন সোহানার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নং 01970-433034 অথবা খানজাহান আলী থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন। এদিকে নিখোঁজ মা'কে ৪দিন ধরে না পেয়ে একমাত্র ৩ বছরের পুত্র সন্তানসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। এব্যাপারে খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী(জিডি) হয়েছে। নিখোঁজ গৃহবধুর সন্ধানের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। #NewsUpdate #khulnanews


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন