খুলনা বিভাগীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
ইরানী পারভিন
গত ইং ২৬/৭/২৫ তারিখ খুলনা বিভাগীয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ মতিয়ার রহমান, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রহিম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এইচ এম নাসির উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল আমিন। উক্ত বিভাগীয় সম্মেলনে খুলনা বিভাগ এর ১০ টি থানার সাংবাদিক সহ সমাজের গন্য মান্য ব্যেক্তি বর্গ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের ২য় পর্যায়ে খুলনা জেলা ও মহানগর এর কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশ ও জনগণের কল্যাণে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে। ন্যায় নীতি আদর্শ এর পক্ষে থেকে সমাজে ঘটে যাওয়া সকল সংবাদ জনসম্মুখে তুলে ধরতে এবং খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কামনা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নির্দেশ দেন। এবং এই খুলনা বিভাগীয় প্রেসক্লাবের মাধ্যমে বাংলাদেশের জনগণ উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন