শেখ ইমরান, তালা :
তালায় স্বেচ্ছাসেবী সংগঠন "ছায়াবিথী" ক্লাবের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ২০২৫ সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য আয়োজনে র্যালি করে ছায়াবিথী।
তালা জালালপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালিটি পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
'ছায়াবিথী' ক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ'র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম।
নাসির উদ্দিন নাহিদ'র সার্বিক তত্ত্বাবধানে ও হাফিজুর রহমান হাফিজ'র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউপি চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা এম মফিদুল হক লিটু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোর্দার ফারুক হোসেন, তালা উপজেলার প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব জুলফিকার রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব'র সুস্থতা কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন