দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ার ফরমাইশখানা গ্রামের পূর্বপাড়া নিবাসী মৃত এ হোসেনের পুত্র মোঃ ইমরান হোসেন হিমুর (৪০) ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে দুইটা স্মার্ট ফোন যার আনুমানিক মূল্য ৪৩ হাজার টাকা এবং নগদ ৪০ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে অবাধে পালিয়ে যায়। এলাকায় এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ ৪০ হাজার টাকা ও ২টা স্মার্ট ফোন চুরি করে নিয়ে অবাধে পালিয়ে যায়।
ভুক্তভুগী সূত্রে জানা যায়, গতকাল বুধবার( ১৬ জুলাই) দিবাগত গভীর রাতে কে বা কারা তার ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে উক্ত মালামাল চুরি করে নিয়ে অবাধে পালিয়ে যায়। এর আগেও ফরমাইশখানার উক্ত এলাকায় বড় ধরণের দুইটা চুরি সংঘটিত হয়েছে। এ চুরির ঘটনায় ইমরান দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন