অভয়নগরের নওয়াপাড়ায় মাদক কারবারিরা বেপরোয়া, অবাধে চলছে রমরমা মাদক ব্যবস।।। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

অভয়নগরের নওয়াপাড়ায় মাদক কারবারিরা বেপরোয়া, অবাধে চলছে রমরমা মাদক ব্যবস।।।

 


ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )

যশোরের অভয়নগরের নওয়াপাড়া  পৌর এলাকায় পুনরায় বেশ কয়েকটি স্থানে স্পট খুলে অবাধে রমরমা মাদক ব্যবসা চলছে। 

‎সেনা-পুলিশের যৌথ অভিযানে এলাকার মাদক কারবারিরা কিছুদিন শান্ত থাকলেও  জাবিনে বেরিয়ে পুনরায়  বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, 

২০১৭ সালের তালিকাভুক্ত উপজেলার শীর্ষ হাফ ডজন মাদক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুূদ্ধে নিহত হবার পর নওয়াপাড়ার  অন্যান্য মাদক ব্যবসায়ীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়। সেই সময় থেকে আজ অবদি পালাক্রমে নওয়াপাড়ার  প্রায় ৩০--৩৫  জন মাদক কারবারি মাদক ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে বলে জানা গেছে। মাদক ছাড়ার অঙ্গীকার করা কিছু সংখ্যক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও  অঙ্গীকারবদ্ধ অধিকাংশরাই রর্তমানে মাদক ব্যবসায়  জরিত। 

অনুসন্ধানে দেখা গেছে  নওয়াপাড়া পৌরসভা এলাকায় বেশ কয়েকটি স্থানে  প্রকাশ্যে স্পট খুলে অবাধে মাদক বিক্রি হচ্ছে । এর মধ্যে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন, বুইকারার ড্রাইভারপাড়া  গুয়াখোলা মডেল স্কুল রেলবস্তি এলাকা অন্যতম। আর এ সকল মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপর আরেক মাদক কারবারি। অবিশ্বাস্য হলেও সত্য এ সকল মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি অফিসও। অফিসে বসে সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। মাদকের টাকা জোগাড় করতে প্রতিনিয়ত ঘটছে, চুরি, ছিনতাইয়ের মত ঘটনা। সম্প্রতি মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকটা ঘটনা সচেতন মহলকে ভাবিয়ে তুলছে।

স্থানীয়দের অভিযোগ  প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তাদের মাসোহারা দিয়ে স্পট গুলোতে অবাধে বিক্রি হচ্ছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজার মত মরন নেশা। প্রশাসনের নিরব ভুমিকায় স্থানীয়দের বাঁধার 

মুখেও মাদক কারবারিরা আজ অপতিরোধ্য। 


এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here