যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের প্রবাস ফেরত হাসান শেখ (২৭) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
গতকাল শনিবার রাতে হত্যা করেছে (১৫ জুন) সকালে উপজেলার নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। দুই মাস আগে বিবাহও করেন। প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়ি না ফেরাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন