কেশবপুরের কৃতি সন্তান আবু দাউদ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হলেন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১১ জুন, ২০২৫

কেশবপুরের কৃতি সন্তান আবু দাউদ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হলেন

 


 ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )


কেশবপুরের কৃতি সন্তান মোঃ আবু দাউদ নিজামী সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হলেন। সুমিষ্ট ভাষী সর্বজন শ্রদ্ধেয় মোঃ আবু দাউদ নিজামী যশোর জেলাধীন কেশবপুর উপজেলার আগরহাটী গ্রামের প্রিন্সিপাল এ.এস.এম আব্দুল গফুর (রহঃ) ও শাহিনা বেগম-এর সন্তান।

শিক্ষা জীবনে তিনি উপজেলাধীন ভরত ভায়না এ.বি.জি.কে ফাজিল মাদ্রাসা থেকে ইং-২০০৪ সালে দাখিল, ২০০৭ সালে আলিম ও ২০১২ সালে ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। স্বাধীন বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আইন অনুষদের অধীন 'আল-ফিকহ এন্ড ল' বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ২০১৫ সালে এল.এল.বি. (সম্মান) ও ২০১৬ সালে এল.এল.এম. প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। 

 তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি (গ্রুপ সিনিয়র রোভার মেট) নির্বাচিত হয়ে ২০১৫-১৬ সময়কালে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ই.বি কুষ্টিয়ার সভাপতি নির্বাচিত হন। এ ছাড়াও টাইফুন শিল্পী গোষ্ঠী, খুলনা, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, যশোর, ব্যতিক্রম সাহিত্য সংস্কৃতিক জোট ও ইসলামী বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের গর্বিত সদস্য হিসেবে কাজ করেছেন। একইসাথে তিনি ২০১৪ সালে চাকুন্দিয়া এমদাদুল উলুম মাদ্রাসা, ডুমুরিয়া, খুলনা থেকে দাওরায়ে হাদীস ও কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসা থেকে কামিল (ফিকহ) বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন।

কর্মজীবনঃ আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ২০১৬ সাল থেকেই ঢাকা বার অ্যাসোসিয়েশনে মহান আইন পেশা চর্চায় মনোনিবেশ করেন, পরবর্তীতে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে এনরোলড হন।

তিনি ঢাকা বার অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বারের একজন নিয়মিত সদস্য। বাংলাদেশ বার কাউন্সিলের বিগত হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করে বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন নিয়মিত আইন প্রাকটিশনার। সামাজিক কাজে ছাত্র জীবন থেকেই তিনি লেখা-পড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে তিনি জাতীয় উন্নয়ন সোসাইটি ও হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল রিসার্স-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য। "পিতা-মাতার অধিকার রক্ষা ফাউন্ডেশন"-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, কেশবপুর উন্নয়ন ফোরাম-এর সভাপতি ও অঙ্গীকার ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটাল, আগারগাঁওয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত তহুরা খাতুন নিজামী-এর স্বামী।

মেধাবী, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক মোঃ আবু দাউদ নিজামী দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির কল্যাণে যেন সততার সাথে ভূমিকা রাখতে পারেন সেজন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here