তালা প্রতিনিধি
"অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন " প্রতিপাদ্য নিয়ে তালায় ওয়ার্ন্ড কনর্সান'র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপিত হয়েছে।
শনিবার ( ৮মার্চ) সকালে আটারই মিশন স্কুল থেকে র্যালী শুরু হয়ে মাঠ প্রদক্ষীন শেষে মিশন স্কুল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস ( আলো) টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস'র বাস্তবায়নে আটারই মিশন স্কুলের প্রধান শিক্ষক সুমা সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড কনসার্ন'র প্রজেক্ট অফিসার রণজিত দাশ, মিল অফিসার সৈয়দ আলম, সাংবাদিক ইমরান হোসেন প্রমুখ। এসময় সুপারভাইজার ও ফ্যাসিলেটররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীরা ইভটিজিং, এসিড নিক্ষেপ ও নির্যাতনের চিত্র অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের একটি বৈশ্বিক দিন। একই সঙ্গে দিবসটিতে সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দেয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন