শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলেন অভিযোগ বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় এক দিন মুজুর মিহির কুমার মজুমদার নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি দখলেন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামে। সূত্রে জানা গেছে, উলাশী ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর পরান জোর করে দিন মুজুর শ্রী মিহির কুমার মজুমদান নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি জোর করে দখল করে নিয়েছে। জমি দকলকারী আবু বক্কর পরান লোকজন নিয়ে এক দিনেই সীমানা প্রাচীর দিয়ে দখলকৃত জমি তার দখলে নিয়েছে। আবু বক্কর পরান এলাকায় একজন প্রভাবশালী বিএনপি’র নেতা ও মিহির কুমার একজন নিরীহ দিন মুজুর হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহশ পাচ্ছে না। আবু বক্কর পরান উলাশী গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। অপরদিকে শ্রী মিহির কুমার মজুমদার উলাশী গ্রামের মৃত নিত্যন্দ মজুমদার ওরফে নিতাই মাষ্টারের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মিহির কুমারের বড় ভাই এ্যাডঃ চন্ডি চরন মজুমদার বলেন, গত ৭০/৮০ বছর ধরে উলাশী গ্রামের তার বাপ দাদার আমল থেকে তাদের বসত ভিটায় তারা বসবাস করে আসছে। এখন প্রতিবেশি আবু বক্কর পরান নামে এক ব্যাক্তি দিন মুজুর মিহির কুমারের বসত ভিটের ৭ ফুট জমি জোর দখল করে প্রাচীর দিয়ে পথ আটকিয়ে দিচ্ছে। এ ব্যাপারে এ্যাডঃ চন্ডি চরন মজুমদার আরো জানান বিষয়টি নিয়ে স্থানীয় ও থানা পর্যায় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেছি। তবুও আবু বক্কর পরান প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। দলিল মুলে মুল জমি দখলে থাকার পরেও নতুন ম্যাপে ভুল থাকায় ম্যাপ অনুপাতে আবু বক্কর পরান তার জমি দখল করছে। প্রকৃত পক্ষে গত ১৯২৭ সাল ও ১৯৬২ সালের ম্যাপে মুল জমির নকসা সঠিক আছে। এখন জমি দখল ও পূর্বের ম্যাপে জমি ভোগ দখল আইনগত। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর পরানের মুঠো ফোন বার বার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। # - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৫ মার্চ, ২০২৫

শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখলেন অভিযোগ বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় এক দিন মুজুর মিহির কুমার মজুমদার নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি দখলেন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামে। সূত্রে জানা গেছে, উলাশী ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর পরান জোর করে দিন মুজুর শ্রী মিহির কুমার মজুমদান নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি জোর করে দখল করে নিয়েছে। জমি দকলকারী আবু বক্কর পরান লোকজন নিয়ে এক দিনেই সীমানা প্রাচীর দিয়ে দখলকৃত জমি তার দখলে নিয়েছে। আবু বক্কর পরান এলাকায় একজন প্রভাবশালী বিএনপি’র নেতা ও মিহির কুমার একজন নিরীহ দিন মুজুর হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহশ পাচ্ছে না। আবু বক্কর পরান উলাশী গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। অপরদিকে শ্রী মিহির কুমার মজুমদার উলাশী গ্রামের মৃত নিত্যন্দ মজুমদার ওরফে নিতাই মাষ্টারের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মিহির কুমারের বড় ভাই এ্যাডঃ চন্ডি চরন মজুমদার বলেন, গত ৭০/৮০ বছর ধরে উলাশী গ্রামের তার বাপ দাদার আমল থেকে তাদের বসত ভিটায় তারা বসবাস করে আসছে। এখন প্রতিবেশি আবু বক্কর পরান নামে এক ব্যাক্তি দিন মুজুর মিহির কুমারের বসত ভিটের ৭ ফুট জমি জোর দখল করে প্রাচীর দিয়ে পথ আটকিয়ে দিচ্ছে। এ ব্যাপারে এ্যাডঃ চন্ডি চরন মজুমদার আরো জানান বিষয়টি নিয়ে স্থানীয় ও থানা পর্যায় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেছি। তবুও আবু বক্কর পরান প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। দলিল মুলে মুল জমি দখলে থাকার পরেও নতুন ম্যাপে ভুল থাকায় ম্যাপ অনুপাতে আবু বক্কর পরান তার জমি দখল করছে। প্রকৃত পক্ষে গত ১৯২৭ সাল ও ১৯৬২ সালের ম্যাপে মুল জমির নকসা সঠিক আছে। এখন জমি দখল ও পূর্বের ম্যাপে জমি ভোগ দখল আইনগত। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর পরানের মুঠো ফোন বার বার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #




বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শায় এক দিন মুজুর মিহির কুমার মজুমদার নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি দখলেন অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে শার্শার উলাশী পূর্বপাড়া গ্রামে। 

সূত্রে জানা গেছে, উলাশী ০১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু বক্কর পরান জোর করে দিন মুজুর শ্রী মিহির কুমার মজুমদান নামে এক হিন্দু সম্প্রদায়ের বসত ভিটার জমি জোর করে দখল করে নিয়েছে। জমি দকলকারী আবু বক্কর পরান লোকজন নিয়ে এক দিনেই সীমানা প্রাচীর দিয়ে দখলকৃত জমি তার দখলে নিয়েছে। আবু বক্কর পরান এলাকায় একজন প্রভাবশালী বিএনপি’র নেতা ও মিহির কুমার একজন নিরীহ দিন মুজুর হওয়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহশ পাচ্ছে না।  আবু বক্কর পরান উলাশী গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। অপরদিকে শ্রী মিহির কুমার মজুমদার উলাশী গ্রামের মৃত নিত্যন্দ মজুমদার ওরফে নিতাই মাষ্টারের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মিহির কুমারের বড় ভাই  এ্যাডঃ চন্ডি চরন মজুমদার বলেন,  গত ৭০/৮০ বছর ধরে উলাশী গ্রামের তার বাপ দাদার আমল থেকে তাদের বসত ভিটায় তারা বসবাস করে আসছে। এখন প্রতিবেশি আবু বক্কর পরান নামে এক ব্যাক্তি দিন মুজুর মিহির কুমারের বসত ভিটের ৭ ফুট জমি জোর দখল করে প্রাচীর দিয়ে পথ আটকিয়ে দিচ্ছে।  এ ব্যাপারে এ্যাডঃ চন্ডি চরন মজুমদার আরো জানান বিষয়টি নিয়ে স্থানীয় ও থানা পর্যায় কয়েকজন বিএনপি নেতাকে অবহিত করেছি। তবুও আবু বক্কর পরান প্রাচীর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। দলিল মুলে মুল জমি দখলে থাকার পরেও নতুন ম্যাপে ভুল থাকায় ম্যাপ অনুপাতে আবু বক্কর পরান তার জমি দখল করছে। প্রকৃত পক্ষে গত ১৯২৭ সাল ও ১৯৬২ সালের ম্যাপে মুল জমির নকসা সঠিক আছে। এখন জমি দখল ও পূর্বের ম্যাপে জমি ভোগ দখল আইনগত।  

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আবু বক্কর পরানের মুঠো ফোন বার বার যোগাযোগ করলেও তিনি তা রিসিভ করেননি।    

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here