কালীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কালীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

 


মোঃ  মুক্তাদির হোসেন । স্টাফ রিপোর্টার। 

গাজীপুরের কালীগঞ্জে এক সন্তানের জননী কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামে মো. জিল্লুর রহমানের বাড়ীতে ঘটেছে। জিল্লুর ভাই সাদ্দামের স্ত্রী খাবারের সাথে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দামের স্ত্রী আইরিন এর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সাদ্দাম ও তার স্ত্রী পলাতক রয়েছে। নিহত তাসলিমা আক্তার রিয়া (২৫) একই গ্রামের মো. রেজাউল ইসলামের মেয়ে। সে এ বছর অনার্স ফাইনাল পরীক্ষার্থী ছিল। তাসলিমা আক্তার রিয়ার ১০ মাসের একজন কন্যা সন্তান রয়েছে। 

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের মো. রেজাউল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার রিয়া (২৫) প্রতিবেশি মো. সেরুন এর ছেলে মো. জিল্লুর রহমানের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই জিল্লুর রহমানের ছোট ভাই সাদ্দামের স্ত্রী আইরিন এর সাথে পারিবারিক কলহ চলতে থাকে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) তারই জের ধরে সাদ্দামের স্ত্রী আইরিন পূর্বপরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে তাসলিমা আক্তার রিয়াকে খাইয়ে দেয়। তাসলিমা আক্তার রিয়া মুহুর্তেই অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাসলিমা আক্তার রিয়ার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে সাদ্দাম ও তার স্ত্রী আইরিন পলাতক রয়েছে। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১০(২)২৫ নং অপমৃত্যু মামলা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here