দিঘলিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

দিঘলিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

 


দিঘলিয়া প্রতিনিধিঃ

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি-২০২৫) সকালে খুলনার দিঘলিয়া উপজেলার দোহার খাল সংলগ্ন পানিগাতী গ্রামে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং জেলা মৎস্য অফিসার ড. ফারহানা তাসলিমার সভাপতিত্বে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ( ১ম সংশোধিত) Workshop on Introducing Participatory M & E  (মনিটরিং এন্ড ইভালুয়েশন) System at Upazila Level  অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় সিনিয়র সহকারি পরিচালক মোঃ আব্দুল মান্নান আকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম, বৈশম্য বিরোধী ছাত্র সংগঠনের মোঃ রাতুল হোসেন, মোঃ আকিব হোসেন, শেখ ফরিদ হোসেন প্রমুখ। 

দিঘলিয়া উপজেলার পানিগাতি, ব্রহ্মগাতী এবং দিঘলিয়া গ্রামের খালপাড়ের ৩০ জন সুবিধা ভোগী ও এলাকার বিভিন্ন পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। দিঘলিয়ায় বর্তমানে দুইটি খাল পূণঃখনন হচ্ছে। খাল দুটি যেন যথাযথ নিয়ম অনুযায়ী অর্থাৎ খালের গভীরতা এবং প্রস্থ্য ঠিক রেখে মানসম্পন্ন ভাবে খনন করা হয় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করার জন্য অংশগ্রহণকারীরা মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here