স্টাফ রিপোর্টারঃ
জাঁকজমক পুর্ন জমকালো আয়োজনে আনুষ্ঠানিক ভাবে শুক্রবার বেলা ২:৩০ মিনিটে মোঃ আহসানুল হক খোকনের সভাপতিত্বে শুভ উদ্ভোধন হয়েছে খুলনা ডুমুরিয়ার আঠারোমাইল বাজারে বাদুড়িয়া রোডে ডাঃ আব্দর রশিদ -ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এ সময় মোঃ আহসানুল হক খোকন বলেন, আমি ছোট থেকে বড় হয়েছি এলাকার বাহিরে, পড়া লেখা চাকরি করেছি বাহিরে থেকে। কিন্তু আমি সব সময় চিন্তা করেছি এলাকার মানুষের জন্য কিছু করতে। আর এ চিকিৎসা প্রতিষ্ঠান করার একটাই কারন যা ছিলো আমার বাবার সপ্ন। আমার পরিবারের সপ্ন? এই প্রতিষ্ঠান আমার না এ প্রতিষ্ঠান আপনাদের এলাকার সকলের।আমি সব সময় আপনাদের সাথে থাকতে চায়।আপনারাও আশা করি আমার পাশে থাকবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, ঘোষড়া নেছারিয়া মাদ্রাসার সুপার মওলানা আব্দুল আহাদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ আব্দর রশিদ -ফাতেমা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর এম এম দেলোয়ার হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়ার বিসিডিএস এর ভারপ্রাপ্ত সভাপতি ডঃ আব্দুল জলিল।
সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) বিভাগ ডাঃ স ম গোলাম আজম।
গোপালগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) বিভাগ ডাঃ এস এম আকরামুজ্জামান।
নির্বাহী পরিচালক কোয়ালিশন ফর দ্যা আয়বান পুওর এবং প্রোফাইটার চুকনগর মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার খোন্দকার রেবেকা সান-ইয়াত।
অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্যে ডায়াবেটিস রোগ সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন ও আলোচনা করেন, খুলনা মেডিকলে কলেজের এম ভি ট্রাইনোলজি ডাঃ কিশোর কুমার শীল।
উদ্ভোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, মাস্টার আফজাল হোসেন।
উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডাক্তার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন