প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ
আমি মোঃ রেজোয়ান আকুঞ্জী রাজা, মশিয়ালী, আটরা শিল্প এলাকা, খানজাহান আলী, খুলনা। আমি একজন গণমাধ্যম কর্মী।
গত ৮/১/২০২৫ ইং তারিখ "দৈনিক প্রবাহ" পত্রিকায় ১ম পাতা ও ২য় পাতায় আমাকে নিয়ে আটরা, শিরোমণি, ফুলবাড়িগেট ও আটরা শিল্প এলাকায়, ছাত্র জনতার আন্দোলনকে ন্যাসাত করতে অস্ত্রধারী এখনো অধরা, শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। যেখানে অধিকাংশ মিথ্যা বানোয়াট ও মনগড়া বিভ্রান্ত মুলক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদে যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেই ছবিটিতে আমার গাড়ীর পিছনে বসা ব্যাক্তির হাতে একটি লাঠি, যেটাকে অস্ত্র হিসাবে আখ্যায়িত করছে। যা সম্পর্ক মিথ্যা একটি কাট ছিল এবং পত্রিকায় উল্লেখ আছে জুলাইয়ের গন্যঅভূথানে মহড়া দেওয়ার সময়কার ছবি, কিন্তু এই ছবিটি ২০২২ সালের প্রথম দিকে তোলা ২ দজনের ব্যাক্তিগত তোলা ছবি । বলা হয়েছে সাবেক ভূমি মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দের দহরম-মহরম একান্ত কাছের মানুষ। যার জন্য ক্ষমতা বলে এলাকার লোকদের গায়েবি মামলা দিয়ে ধরিয়ে দিত। কিন্তু এমন কোন প্রমান কেউ দিতে পারিনি এবং পারবে না কারর নামে গায়েবি মামলা দেওয়া হয়েছে । মশিয়ালী গ্রামের প্রতিটি মানুষের দ্বারে আমার সেবা কম বেশি পৌঁছেছে । কারণ এই গ্রাম থেকে আমি জনপ্রতিনিধি জন্য নির্বাচনে অংশ গ্রহণ করি। যার জন্য প্রতিপক্ষে ষড়যন্ত্র রসানল মাত্র । সংবাদে আরো বলা হয়েছে আওয়ামী লীগের ব্যানার নিজেই পুড়িয়ে জামাত- বিএনপির নামে মামলার পায়তারা। কিন্তু আওয়ামী লীগের ব্যানার পুড়লেও কোন জামাত- বিএনপির নেতৃবৃন্দের নামে মামলা দেওয়া হয়নি। বলা হয়েছিল সঠিক তদন্তের মাধ্যমে যে এই ঘটনা ঘটিয়েছে তাকে আইনের আওতায় আনতে হবে। যার ব্যার পুড়ানোর কোন মামলা হয় নাই। সংবাদে আরো বলা হয়েছে আন্দলেনরত ছাত্র-জনতার ছাত্রদের নামের তালিকা করে প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট দেওয়া হত। কিন্তু আমাদের জানা মতে মশিয়ালী, আটরায় ছাত্র জনতার কোন আন্দোলনই হয় নাই, কাজেই নাম দেওয়া প্রশ্নই আশে না।
প্রকৃতপক্ষে বুঝতে পারছি এটা একটি কুচক্রী মহল, ষড়যন্ত্র করা এদের কাজ। আমি ফুলতলা, খানজাহান আলী থানার এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক দায়িত্ব থাকায়, হিংসার ফলশ্রুতিতে একটি মহল আমার সম্মান হানী করার জন্য এমন নুংড়া কাজে লিপ্ত হয়েছে। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, পুলিশিং কমিটির সেক্রেটারি, ঘের সমিতি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সরকারি - বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটির মুল পদে থেকে দায়িত্ব পালন করে আসছি। যা অনেকের দৃষ্টি গোচর হচ্ছে। যার জন্য দমিয়ে রাখতে একদল স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র, প্রতিহিংসা চরিত্রার্থ ও উদেশ্য প্রণোদিত, এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন