শেখ শামীমুল ইসলাম
বিশেষ প্রতিনিধি।
গতকাল রাত ৮-৩০ মিনিটে খুলনা নিউমার্কেট সংলগ্ন গ্রিল হাউজে বন্ধু সমাজ ৯৩ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দুই হাজারেরও বেশি ৯৩ এর বন্ধুদের মিলন মেলায় পরিনত হয়, উক্ত মিলন মেলায় আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে শুরু হয় বন্ধু সমাজ ৯৩ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ঐ সময় উপস্থিত ছিলো বন্ধু সমাজ ৯৩ এর উপদেষ্টা তাহেরা খাতুন আপেল বিশ্বাস, বন্ধু সমাজের এডমিন,রুহুল আমিন,ইসমাইল হোসেন বাবু,এ্যাড:শাম্মী,আজাদ,ইমরান,সুজন রহমান,শেখ শামীমুল ইসলাম, বন্ধু সমাজ ৯৩ এর মটেডেটর বিউটি পারভীন, পেয়ারা, লিমো,কুমকুম, রেজাউল, নেওয়াজ মাহমুদ, ইব্রাহিম, চন্ডি দাশ ও বন্ধু সমাজ ৯৩ আরো অনেক বন্ধু, আরো উপস্থিত ছিলো দৈনিক পূর্বান্চল প্রতিকার নির্বাহী সম্পাদক ৯৩ বন্ধু মোহাম্মদ আলী সনি, দৈনিক সময়ের খবর প্রত্রিকার নির্বাহী সম্পাদক ৯৩ এর বন্ধু তরিকুল ইসলাম, ডাঃ তাপস, এ্যাডঃ মাসুদুর রহমান,গাজী ওয়াহিদ,আনোয়ার,মিতুল,কাজী শাহাদাত হোসেন, শাহ আলম সবুজ,বিএডিসির ডিডি ৯৩ বন্ধু রওশানারা লাইজু,রাসু,রবিউল ইসলাম রবি,গ্রামের ঐতিহ্য বিভিন্ন পিঠা উৎসব ও ডিনারের মধ্যে দিয়ে রাত ১১ টায় শেষ করা হয়। বন্ধু সমাজ ৯৩ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান ছিলো আমরা ৯৩ বন্ধুরা এক ও অভিন্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন