কুয়েট প্রতিনিধিঃ
বিগত সরকারের আমলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) 'র সকল অবৈধ ও দলীয় নিয়োগ বাতিল, নিয়োগ বৈষম্যের স্বীকার ও বঞ্চিতদের নিয়োগ এবং কুয়েটকে অবিলম্বে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২ টায় কুয়েট প্রধান ফটকের সামনে স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান ও খান জাহানআলী থানা বিএনপি'র সাবেক সভাপতি
মীর কায়ছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় এসে তারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। ঘুষ, দুর্নীতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
সভাপতির বক্তৃতায় মীর কায়ছেদ আলী বলেন, ভিসি মিহির রঞ্জন হালদার ২০২৪ সালে দুইটি নিয়োগ দিয়েছেন। এ সকল নিয়োগে তিনি ছাত্রলীগকে একটা ভাগ, মন্ত্রীকে একটা ভাগ, স্থানীয় এমপিকে একটা ভাগ দিয়েছেন। এই ভাগাভাগির মাধ্যমে কুয়েটে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা কারো কাছ থেকে ১০ লক্ষ টাকা, কারো কাছ থেকে ১৫ লক্ষ টাকা, কারো কাছ থেকে ২০ লক্ষ টাকা বাণিজ্য করেছে। আর এই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা অযোগ্য লোকদের কুয়েটে চাকরী দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন ড. আলমগীর হোসেন ভিসি হয়ে আসলেন। তিনি সাবেক ভিসি ড.আলমগীর হোসেনসহ কুয়েটের১০ জন শিক্ষক, কর্মকর্তার নাম উচ্চারণ করে বলেন এদেরকে যদি কুয়েট থেকে বের করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন